- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩২
টাইগ্রেসদের হারিয়ে সমতায় ফিরলো ভারত
মাধুকর ডেস্ক►
ক্রীড়া ডেস্ক: মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বাংলাদেশকে ১০৮ রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো ভারত নারী দল।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। ৫০ ওভার করে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করে জেমিমাহ রদ্রিগেস। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১২০ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ রান তুলেন ফারজানা হক ৪৭ রান।
শুরুতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলিংয়ের শুরুটা ভালো হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলের। ইনিংসের প্রথম দু’ওভার মেডেন নিয়েছে বাংলাদেশি বোলাররা।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারী দল। একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ জুলাই।